মিষ্টি বৃষ্টিতে
আধখোলা শিশিতে
একমুঠো ঘাস ভরে.......

অবেলার কালবৈশাখিতে তছনচ সব
ভেসে গেছে  খড়কুটো

রয়েছে পড়ে বাধনহীন
নৌকা.....

ভাসছে নদীর অনন্ত স্রোতে
কোন খেয়ালে
এই অবেলায়   ...