কত জন্মের পাপ ছিল ...যে
হাতটা তোমায় ছোয়নি
ছুতে পারিনি.. ,
তার আগেই কালো হয়ে গেছে ..
ক্ষয়ে গিয়ে, বালির সাথে মিশে
গেছে মাটিতে ,
কত জন্মের অভিশাপে চোখেরা
অন্ধ হয়েছে ....
কিছুতেই চিনতে পারে নি তোমার
গোলাপী ঠোট ও তোমায় ,
মূল্যহীন কাথায় জন্মের কঙ্কাল ...
অনু -পরমাণুর আবর্তন ক্রমাঙ্কে
বধ্যভূমির পারমাণবিকতায় জমানো
সভ্যতার জঞ্জাল ,
আর তেজষ্ক্রীয়তায় উপসংহার ।