`মোহাব্বত, তোমার বাড়ি যাবো
ট্রামে চেপে বা রিক্সা করে....
........
মোহাব্বত, তোমার ঘরে এতো আঁধার কেন?
আলো-বাতি জ্বালো,
জানলা দিয়ে কিছু সুখপাখি এল;
...............
মোহাব্বত, তোমায় নিয়ে এতো কেন খেলা
নিরাবরণ যতো বেদনা...
মোহাব্বত তুমি কী নদীর চেয়ে বৃহত্
দীর্ঘ `ঈ` কারের থেকেও নাকি তীব্র ? `
...........................
`মোহাব্বত` তোমার কী আজ আমাকে মনে পড়ে!!
দূরে কোথাও এখন এফ.এম বাজে- `মোহাব্বত বরসা দেনা তু....`