বৃষ্টি জুড়ে ছিলো কবিতা
লিখতাম শুধু তোমাকে নিয়ে,
ইট বালি সুড়কি..... বাড়ি গড়ে ওঠে
বা তৈরি হয় প্রাসাদ,
ওখানে তোমাকে খুঁজিনি কখনো
আমরণ গাম্ভির্যে,
বৃষ্টি নদীতে বান এনেছিলো
বা প্রহর গুণে রেখেছিলো কান্না,
মাথা রাখতে একটা কাঁধও ছিলো
যখন চোখের জলে ভাসেনি গঙ্গা,
অতি একান্তে সব প্রেমে
যতবার তাকিয়েছো
বৃষ্টিভেজা দু' চোখ থেকে
ঝরে পড়েছে মুক্তো
করছে মাটিকে স্পর্শ,
কবিতার খাতায় আমি ততোই নিঃস্ব ।