১)
স্বপ্নগুলো ভেসে যাবে অজস্র
স্রোতে
ইচ্ছেগুলো পালিয়ে বেড়াবে
তখনো
সময়ের থেকে....
কথাগুলো মুক্ত হতে
চাইবে অ্যালকোহলের
ঔদার্যে;
যদিও...
শব্দগুলো আটকে এখনো
সিগারের বিষন্নতায়,
২)
সময়ের সাথে সাথে বদলে
যাচ্ছে চারপাশ;
তবু একই আছে প্রেক্ষিত...
আর সেই প্রশ্নটা... 'কতটা আমায় ভালবাসো'
এখনো অমলিন;
সব পাতাঝরার ঘ্রাণ পেরিয়ে,
আর অস্তিত্ববিহীন হচ্ছে একটা জীর্ণ শরীর...
কাব্যের ভাষায় " সেই ট্রাডিশান সমানে চলছে " ।