ভেঙে গুড়িয়ে যায়নি
এখনো
খান-খান হয়ে
ধুলোর নির্লজ্জ চোখ
ছিনিয়ে,

এই মূহুর্তে দ্রবীভূত
হইনি তরলে
সুখের বুদবুদে
তৃপ্ত ঢেকুরে,

রয়ে গেছি অ-পদার্থ হয়ে
সব পদার্থের ই মাঝে ।