মুগ্ধতা নয়
কয়েকটা শব্দই রাখছিলাম তোমার মুখপানে;
না লেখা অক্ষরেরা পাছে বিরহীমনা হয়
রাত্রির কবিতায়,
~~~
সুরা নয় শুধু নদীই চেয়েছিলাম
সঙ্গীহীন এক রাতে;
যখন নেশার মতো এক জীবন
বা
জীবনরুপি একটা প্রান্তিক নদী.....
~~~
বালুচর ছেড়ে আরোদূর
ফিরে এসে
পাহাড়ী মসৃণতায় নিজেকে আরো অচিন লাগে...ঈশ্বর;
যেন এক অধীশ্বর,
ধুলোমাখা আসন; গণগণে রোদ
সবাই নাকি করছে পাহাড়ের জয়গান.....
~~~
যেভাবে বদলে যায় দিন
বদল হয় রাত
সেভাবে
পাহাড়ের গান না শুনে যারা ফিরে গেছিলো বৃন্দাবন
বিকেলের রোদে তারা হঠাত্ই খোঁজ করে নদীর.....
কিন্তু কেন?