দুপুর হয় মাথাটা ভার ভার লাগে
তারপর ঝিম ধরা সন্ধ্যে আসে..
কালের ঝিমুনি নিয়ে চোখে,

তিন তলায়, তিনের অপভ্রংশে
এখনো জরাগ্রস্ত বিছানা;

হলুদ দিন ডিম পেড়েছে..
শুয়োপোকা এখন প্রজাপ্রতি হয়েছে,

সব পাতা ঝেড়ে দিয়ে
গাছটা ক্রমশ নির্লজ্জ হচ্ছে...



{http://upload.wikimedia.org/wikipedia/en/d/de/Dead_Tree_Silhouette_with_Sunset.JPG }