omnipresent
│││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││
Like a hunch
grasshopper dreams to fly...
so high;
But can't......,
He isn't the bird
or Airbus to fly over the snow-mountain
and cross river with a glee,
Iron cage is falling on the ground
leaving its shed in the dust;
Birds are ready to fly
grasshopper dreaming so high........
But sky is fall here yesterday
buried in earth's crust toady
sleeping lonely .
(January 14, 2014 at 12:13 am)
│││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││
সর্বত্র বিরাজিত যে....
│││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││││
স্বজ্ঞাত বিশ্বাসে ফড়িং স্বপ্ন দেখে উড়ে
বেড়াবার... অনেক উঁচুতে,
কিন্তু পারেনা কারণ সে পাঁখি নয়
আর বিশাল যাত্রীবাহী বিমান ও হয়নি
যে পেরিয়ে যাবে সমুদ্র
বরফ পাহাড়ের ওপর দিয়ে উল্লাসে,
লোহার খাঁচা মাটিতে মিশে গেছে
ধুলোয় মিশিয়ে ওর ছায়া;
পাখিরা প্রস্তুত উড়তে
ফড়িং স্বপ্ন দেখছে আরো উঁচুতে,
কিন্তু কাল এখানে আকাশ ভেঙে পড়েছিলো
এখন পৃথিবীর কবরে
আজ ঘুমিয়ে ।