অবশ্যই আমি সত্‍ ;) ....

তাই বলিনি তোমায় যে, তুমি পৃথিবীর
সবচেয়ে সুন্দরী (y) ..

বা বারণ ও করিনি আয়নার দাড়িয়ে বলতে----
" বলো আয়না কে বেশি সুন্দরী, সে :( না আমি !! "

নিয়ে গেছি শপিং..
ট্যাকের দিকে না তাকিয়ে;

শপিং শেষে যখন ক্লান্তও নিয়ে গেছি
ফুড কোর্টে....
মনের মত খাবারের অর্ডার এর ফাঁকে
দেখিনি অন্য তনয়াকে;

দৃষ্টি শুধু তোমাতেই নিবন্ধিত,


আর  আমি অবশ্যই সত্‍ ...
বোধহয় একটু বেশিই
তাই তোমায় না জানিয়ে লিখলাম এইসব, অনেক কিছু;

যাতে তুমি দুঃখ না পাও ।