বাথ রুমে খোলা অন্তর্বাস
আর এক প্যাক খোলা কণ্ডম
এইভাবে অধিবাস

এখন তো ষোলোতে সহবাস,

কমদামি লিপস্টিক আর পুরানো ডিওড্রেণ্ট
একটা লাল নিয়নের পথনির্দেশ
রাতবিরেতে পাহারা কিছু কাঁচভাঙ্গা ট্যাক্সির,

সূর্যটা সবে নেমেছে........

দুমদাম ঝপাঝপ
ফটাফট নামছে সব দরজার ঝাপ,

একটা অস্পষ্ট কোলাহল
কিছু চেনা অচেনা মুখ

আবার শুরু সেই ধর পাকড় ।

(আজ আমার এক বন্ধুর এক লেখা এখানে পোস্ট করলাম এই আশায় যে সে এখানে লিখবে)