নীরের খোঁজে..
---------------

নীরের খোঁজে অতল তলে
নিমজ্জিত স্বপ্নেরা;
গোধূলিবেলায় ভূষিত
এক একলা রোদ,
চুপিচুপি খেলে চলে
কিছু আস্কারা,

জমা খনিজ আরো পুরানো
যেমনি ডুবেছিল জলে...

নীরের খোঁজে ভেসে চলে স্বপ্নেরা
নিমজ্জিত আরো অতলে ।