একাকী পাহাড় জেগে থাকে
নীল আকাশের পানে চেয়ে...
সময় চলে যায়, বছর কেটে যায়;

কেটে যায় দিন এসে যায় রাত,
জনমানবহীন প্রান্তরে ঘুমোচ্ছে পৃথিবী
আর একাকী জেগে সে;

পাহাড়ের বেশ খুশি খুশি লাগে....
রাতটা কত সুন্দর,
সকলের কোলাহল ছাড়িয়ে
কী অপূর্ব নিস্তব্দ্ধতা তার
সারা শরীর জুড়ে,

এবার পৃথিবী আর পারবেনা
নীল আকাশের পরে তার প্রিয়তমা
লুকিয়ে রাখতে;

নীল রঙে হারিয়ে,

হাত বাড়িয়ে সে ছুঁয়ে নেবে নীল আকাশটা
আর তারপর ঠিক খুঁজে নেবে তার প্রিয়তমাকে
পৃথিবীর পর সেই অজানা শুধু নীল গ্রহটা থেকে........

খুঁজতে তাকে হবেই....
না হলে তো বাচবেনা এই পৃথিবীটাও ।


[ একাকী পাহাড়ের ছবি ](http://www.flickr.com/photos/107215607@N03/10592484035/)