ক্লান্ত নাবিকের মত সাঁতরে যাচ্ছি,
এখন শুধু সাতরাচ্ছি,
ফেলে এসেছি সব জনকোলাহল, অরণ্যের ডাক,
কিছু নিশিযাপনের অঙ্গীকার ।
ভীষণ মনে পড়ে যাচ্ছে
শব্দময় সব পাথুরে নদী;
সময়ের শেষ বন্দর
আর সেই শহুরে রাজপথ
যার ফুটপাথে ধর্ম বিক্রির ঢল, চোরাকারবার..
ধুলোর বারান্দায় হঠাত্ আবিষ্কৃত স্বর্ণপালক,
অনেক দরজার প্রতি প্রান্তে জমে থাকা ক্ষোভ, চিত্কার... হাহাকার,
কর্পোরেট লবির ব্যাকডোর...সাজিয়ে রাখা স্ফটিকপাত্র
আর
দুর্গন্ধময় গলির শেষ জানলা
অপলক দেখা সূর্যাস্ত ॥
আবারো পেরিয়ে যাচ্ছি দিকবিদিক, ডুবন্ত হিমবাহ
হিমশীতল সান্নিধ্য চোখে ঘুম এনে দিচ্ছে,
খুঁজে চলেছি প্রিয় জাহাজটা,
কিন্তু ওটার নাম যেন.....