২০-২-১৪
নামহীন ২
-----------

তোমার আকাশে বৃষ্টি পড়ে রোজ
অচেনা পথিকের মত আমি ভিজে যাই
ক্রমশ প্রকাশ্য হয়ে,

অচেনা রাস্তায় চলছি পায়ে পায়ে
এক নদীর দিকে
দিকভ্রষ্ট সময়ের সাথে
সব দিগন্ত পরে,

খুঁজেছি, পাইনি অসীমতা নীল সাগরের,

আমার আকাশে রোদ আসেনি আজ
এখনো;
সূর্য-আভায় করা হয়নি সূর্যস্নান,

তবু...
বেঁচে আছি আজ
এইভাবেই - ।