না বলা কথারা
ভ্যানিশিং অ্যাক্টে আজ,

স্থাবর-অস্থাবর হিসাবের প্রাঞ্জলতায়
সময়ের জঞ্জালে পড়ে থাকা কিছু
                              চন্দ্রবিন্দু কাঁধে নিয়ে,

বড়রাস্তা পেরিয়ে ছোট নর্দমায়
ভেসে যাওয়া কিছু খসে পড়া
পলেস্তরা;
                           'লাওয়ারিশ' হয়ে...

পাশে ভেসে থাকা আরও দামী
কিছু সুগন্ধি বোতলে প্রেমে;

সৌম্য নক্ষত্র সমাবেশে স্ম্লান
বলতে চাওয়া হাজার কথারা..

মৃত তারার রোশনাই যখন
নিম্মজ্জিত নর্দমায়.....
                                      অপ্রেমে,

না বলা কথারা ফিরে আসতে চায়
বার্ধক্য পেরিয়ে আবার
স্মৃতি-সোনালী অতীত নিয়ে ।