মনখারাপের পাড়া হতে
উঠে আসা কিছু কথা
ভালোবাসায় জড়ানো
খন্ড খন্ডের বিমুগ্ধতা
রাশভারী কান্নার নৈশব্দে
তারাদের ভিজে যাওয়া,

সময়ের সাম্পানে গল্প বলে
হাতঘড়ি
যৌবনের ভুল অনস্বীকার্য হয়ে
ফিরতে চায় বারবারই
ক্যালেণ্ডারের পাতা উল্টে
বৃদ্ধ হাতঘড়ির বলা গল্পে,

বদ্ধ চারদেওয়ালের ক্যানভাসে
ছবি আঁকে জোসনা
মনের গোপনতম ব্যাথা থেকে
সকলের মনে লুকিয়ে রাখা
স্বযত্নে আগলানো
একটা মনখারাপের পাড়া হতে

স্বপ্ন-স্বপ্নের 'রেনেসা' কে  নিয়ে ।




# ইন্সিগ্নিয়া
/১২-২-১৪/