লাল নীল হলুদ সবুজ, আলোর খেলা
                  কানাগলি-পলেস্তরা খসা বাড়ি, কুকুরের আদুরে ঘুম
বিয়েবাড়ি-প্রীতিভোজ, ব্যান্ডপার্টি, আলোর একনিষ্ঠসমর্পণ,
                                  ফুটপাথে উদৃত্ত- কাকের নাচন,
                                             ঘুম ভেঙে ছুটে আসে কুকুরও

রেল স্টেশন- বিচিত্র আলো, অবাধ যাতায়াত,
তাড়াহুড়ো.. শব্দে কাটাকুটি, গন্তব্য একটাই- ঘুমঘুম
আরো দূরে বনভোজন..
রক কনসার্ট, ডিস্কো ঠেক- আলোরা পালাচ্ছে ক্রমাগত.. মুক্তিরখোঁজ

শহরের শেষ সন্ধ্যে.. নিভছে যত আলো, লিপ্সিত হাতছানি
একটা অস্পষ্ট ফিসফাস- ' তোমার ছায়ায় বেড়ে উঠেছি দেখ, গা ঝাড়া দিচ্ছে গোপন ইচ্ছারা ক্রমাগত ' ।

#ইন্সিগ্নিয়া
২৭-২-১৪