কবিতা শুধু তোমার জন্য
আবার আসরে আসা
শুধু তোমায় ভালোবাসা,
কবিতা,
তুমি কবেই বা আমার ছিলে
তবে আজ..
আজ কেন আমার হলে ?!!
আমি তো সামান্য,..
বা তুচ্ছ কেউ, নই যে অসামান্য..
তাহলে
আজ কেন আমার পাশে একটু হেসে
আমায় ভালবেসে !!
কবিতা,
তোমায় কখনো বলিনি যে ‘সাজাবো যতনে’
প্রানের ভালোবাসা আর স্নেহ দিয়ে;
বা গড়বো জীবনের ছন্দ নিয়ে..
তবু ভালোবাসলে আমায় নিঃস্ব হয়ে
কেমনভাবে সব শিকড়-বাকড়ে
জড়িয়ে নিয়ে,
জড়ালে এই বন্ধনে মহাকাশের স্বপ্নের
মতোই সুনীল আকাশের নিচে
এক অসীমতার দানে,
তাইতো..
তোমায় ভালবেসে আজ আবার ...,
আবার এই আসরে আসা ।