কিছু কথা...
_________
এর বেশিকিছু পারিনা
তাই কবিতা লিখি দুঃখে;
কখনো বা সুখের খোঁজে
আনন্দিত হয়ে,
পারিনি বাহাদুর হতে
তাই এখনো ভয় করে;
খুব ভয় পাই ওরা যখন যায়
মোমবাতি মিছিলে..
নিষিদ্ধ স্বপ্নতো শরীর জুড়ে
এক মৃত আত্মায়,
সূর্যের রোদে হাত পুড়েছে সেই কবে....,
#
হাই রেটে বিকিয়েছে ইলিশ;
ইলিশ-উত্সব,
প্রতি পাতে কম কোরে ২টো..
টিআরপি-তে গলা ফাটাইনি কখনো
ওদের হয়ে,
#
শেষপর্যন্ত বলা হয়না সব;
বেশ কিছু বাকি থকে,
যা কিছু...
পাঠ্যপুস্তকে ঠাঁই পেয়েছে
কবিতা হয়ে ।