স্তব্ধতার বিনিময়ে আবার
মানুষ হোলাম,

নদীপারে যারা গেছিল চিরুনি হাতে
ফেরেনি আজ
রূপ-যৌবনে মিশে,

নারীর মত বয়ে চলে নদী
কাল থেকে মহাকালে.....
বুকের মধ্যে জেগে আছে
এক হিমশীতল স্রোত;
চোখে মুখে ফেনিল স্বপ্নময়
রেশ,

দরজা বন্ধ..
হাত বাড়িয়ে ডাকছে মৃত্যু... উপত্যকা;
নদী ভাসিয়ে নিয়েছে সব
ভেঙে দুই কুল...

যারা যারা এসেছিলো
যা যা ছিল কাল

/১৩-১-১৪/