যারা বুদ্ধিমান
তারা ফিরে গেল মঙ্গলে..,
পৃথিবী এখন যুদ্ধময়..
স্থলে-জলে-জঙ্গলে হয়ত নয়
কিন্তু সর্বত্র,
নাসা অনেকদিন আগেই পাততাড়ি গুটিয়েছে;
সরাচ্ছে তাদের সদর ও সব দপ্তর মঙ্গলে,
যুদ্ধ এখন সূর্যের নিপীড়িত কক্ষপথে...ছায়ায় ছায়ায় ;
স্যাটেলাইটের রক্তাক্ত তরঙ্গে,
চারদিক জুড়ে থাকা পোড়া পোড়া গন্ধে
পৃথিবীর মুখ ভার...
বিষযৌগের জীবাণুতে গৃহযুদ্ধের হাতছানি,
নাসা সরিয়েছে সব টেকনোলজি আর
কিছু বায়বীয় যন্ত্রপতি মঙ্গলে ;
অনেক আগেই এই শঙ্কায়...
আর জানতে 'পৃথিবী মঙ্গলের জারজ' কিনা এর উত্তর,
যদিও দৃষ্টি স্থির এখন পৃথিবীর দিকেই,
এদিকে ইসরো পেয়েছে 'কেলভিন ওয়ান'কে...
বসুধা চড়ে পারি দিয়েছে সেখানে;
খুঁজে নিতে কিছু ডিজিট্যাল ডি.এন.এ,
যা দিয়ে মুছে যাবে পৃথিবীর
এই সব কালো মেঘ আর
মুছবে সভ্যতায় পড়ে থাকা
সমস্ত জং....... মানুষের ইতিহাসে;
পৃথিবী 'ইতিহাস' হবার অনেক আগেই ।
{tarunyo 7-10-13}