কাব্যে তুমি, আর আমি............
----------------------------------------

তোমার কাছে আছে তেপান্তরের
মাঠ,
যখন খুশি যাও চলে সবাইকে
ভুলিয়ে..

আমার পাশে একটা খালি
ময়দান..
বসে খাই পোড়া বেগুনি ও নূনহীন
আলুর চপ,

তুমি সূর্যকে নিয়ে হারাও
যখন ইচ্ছে..
পাখির সুমিষ্ট কাকলিতে
ঘুম ভেঙে;

আমার শহরে এখনো সূর্য
ওঠে..
এক মৃতপ্রায় সূর্য ওঠে;
রোজকার নিয়ম বলে আমাদের
করুন কাকুতি-মিনতিতে,

ঘুম ভেঙে.... ভোরের জন্ম
হয় ধোয়াশা মেখে
শব্দদানবে..
যন্ত্রদের সম্মিলিত গানে,

তুমি খেলে চলো নদীর
সাথে চঞ্চলা হয়ে
বৃষ্টিকে নিয়ে;

এখানে, আমার শহরে সব
জল ফুরিয়ে যায়..
জানিনা কবে পাড়ি দেব অন্য
ছায়াপথে আরো একটু জলের
প্রয়োজনে;

তবু এখানে বৃষ্টি হয়..
অ্যাসিড বৃষ্টি হয়,
অকাঙ্খিত প্লাবনে সবাইকে
ভাসিয়ে,

তখন বলত সবাই তবু
বুঝিনি,
কিন্তু এখন...

আজ বুঝেছি
তুমি থাকো কাব্যে আর আমি
বাস্তবের পাতায় তোমার
অপেক্ষামান হয়ে ।