ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস
ছিল
শরতের নীল আকাশ মেঘে
ঢেকেছিল
কিন্তু
বৃষ্টি হলো না ,
ঝরে পড়ল কিছু রক্ত
ইতস্তত..
আর কিছু জায়গা করল
বিকলাঙ্গ মস্তিষ্কে
বিকৃত মস্তিষ্কে ,
জন্ম হলো কবিতা..
এক
নিষ্পাপ কবিতা ।