আজি সূর্যালোকে
_____________

সব পুরানো জরাজীর্ণ অভ্যেস একপাশে ফেলে;
আবারো যাব আমি আরও একশত মাইল,

মুছে দিয়ে সব অনিশ্চয়তা
ছাড়িয়ে সব অভিশাপেদের
মন-গহীনে জেগে থাকা অসুর
বধ করে...

আবার যাবো আমি সোনালী শস্যকণা যোগাড়ে
ভরে নেব সোনালী শস্যকণাদের আমার
দুই বাহু জুড়ে,

নিবেদিত সেই শস্যকণা শুধু
তোমারই চরণে  
তোমার আশীর্বাদ গ্রহণে,

যে আশীর্বাদ ছুঁয়ে যাবে জল-বায়ু
পৃথিবীর আত্মা;
এক অনন্ত শান্তিতে,

আর সেখানেই তুমি
সবার মাতা রূপে

আমার মা হয়ে.....

দেবীদুর্গা ।


———————————–
In the sunshine
--------------------

Breaking all the old habit
will go another hundred miles,

killing all the inner demon of me..
Erasing all the frailness,

removing all the curses of the world; insanity...

I'll go again and collect all the golden grains
full in my arms..

And put all the grains in your feet for your blessings..
Your blessings may touch the soul of the earth with eternal peace,

and there you are mother of all
mother of  mine...

Goddess Durga.