যেতে ইচ্ছে করে ভিজে রাস্তায়..,
হাটতে হাটতে
স্মৃতির মলিন অলি-গলিতে
ভীষণ
ঠান্ডা লাগতে শুরু করে..
আরো কিছুটা হাটলেই
একটা
অদ্ভুত মিষ্টি টুং-টাং নিয়ে যায়
আরও বহুদূর
এক খোলা প্রান্তরে,
সেখানে কৃষ্ণচূড়া-রাধাচূড়ার যুগলে
ফিরে এসেছে আবার বসন্ত...
সুনীল আকাশের নিচে অসীমতার
আলোছায়া ছায়ায়,
এইভাবেই হেটে পৌছাতে
ইচ্ছে করে হৃদয়ের সম্মুখে...
ওখানে জমানো.. কিছু অবক্ত্য কথা
গেয়ে চলেছে অজানা গান সুমিষ্ট সুরে
জীবনের ছন্দের,
তবু কখন আবির্ভূত হয় নিদ্রারানী
জড়িয়ে নেয় ঘুম ঘুম চোখে
বাকি ইচ্ছেগুলো.....
আর মৃদুসুরে বোধহয় বলে যায়....
সময়টা ছায়াময় জীবনটা মায়াময় ।