তোর চোখ ছুঁয়ে যায়
আমার স্বপ্নেরা,

ঠোট ছুঁয়ে শব্দের প্রতীক্ষায়
কিছু না বলা কথারা;

সময়ের হিসাবে ওগুলো
বাসি হয়েছে,

ফ্যানটা আর ঘুরছে না
অ্যাশট্রেটাও ফাঁকা

পড়ে আছে আরও পুরানো;
শুকনো কিছু সিগারেট
উইল্স ইনসিগনিয়া
জ্বলবেনা আর কখনোই,

যখন এইভাবে সবকিছু
সমাপ্ত..