(অবৈতনিক আলো ২)
________________
রিসেশান দিল ফাঁকি
শীতঘুম ময়দানে,
অনলাইন জমে কটা দরখাস্ত ??
পাত্তা নেই...হাপিস বড়বাবু !!
তন্ত্রতে মন্ত্র জপে;
উইকএন্ড, লম্বা লাইন,
সানডে ফুল হলিডে..
তাই
বাড়িতে একটু সময় দি;
কে ক্যারি করছে চরিত্র,
কে হীন
কেস-হিসট্রি আজ চাপাই থাক !!
এইভাবে ইযারলং,
ডাক দিয়েছে বিকেলবেলা..
পড়বে নামতা, শোনাবে
মিষ্টি কুহু.. কোকিলের সুরে;
আর খাওয়াবে দিলখুশ
মটকা,
ভয় কী বেকার ভাতা যখন
বুক পকেটে,
কিছু ফেক আইডি,
কোথায় ?
কে দিল বিদেশ পাড়ি !!
ওহ, যত-শত ন্যাকামি,
জানলা ভাঙা গারদ
ভেসে আসা এক সুর... গান
"... ছয় মারছে "
শুনে,
মনটা বলল- 'আমিও পারি ছয় মারতে,
আমায় তোরা খেলায় নে..... আমিও গেমার'
(তারুণ্য ৮-১০-১৩)
[তন্ত্র = Tantra = কলকাতার জনপ্রিয় এক নাইট ক্লাব/ ডিস্কো ]
~~~~~~~~~~~অবৈতনিক আলো ২~~~~~~~~~~~~