এখন
মুভি ক্যামেরায় চোখ রাখলেই
চেনাশোনা জগতটা পাল্টে যায়
গাছেরা হাত-পা নাড়ায়,
মানুষের অসতর্কতায়
চুমু দিয়ে যায়
তিলক আঁকে কপালে
আবার নতুন ভাগ্যলিপি লিখতে,
পাঁচ আঙুল সপাটে চড় লাগায়,
গোবরের অত্যাচারে ভেঙে যায় সব পাড়া
ডুবে গিয়ে পুকুরের জলে....

দিন শেষে
সূর্যাস্ত হয় অনেক কান্না নিয়ে
রক্তমাখা আকাশে,

ক্যামেরায় চোখ রাখলেই এখন সবকিছু পাল্টে যায়
তার আরো আগেই সবাই দিকপরিবর্তন করে নেয় ।