ফীলিং ডাউন ☹
_________________


সন্ধ্যা-রাতের জোত্‍স্না মেখে বেরিয়ে পরা
আবারো খুঁজে বেড়ানো ...

অলি গলিতে ... এপাড়ায় ওপাড়ায় ...
তোমায় ,

ঈশান কোণে হাসনুহানা.....
সময় যদিও দিলোনা ঠিকানা ,
আমার মনোকষ্ট কী তুমি বোঝোনা !!

অগত্যা,

খুঁজে বেড়ানো তোমায় তারায় তারায় ...
নাম না জানা..... ঠিকানা না দেওয়া
কত সুশোভিত তারা এই আকাশে ....

তাদের মতই তুমি অজানা,


যদিও সকলকে গুনছিলাম একে একে...
তাদের মধ্যেই ছিলে তুমি লুকিয়ে,

হটাত্‍ একটা ব্রিজ এসে পড়ল,
আকাশ ঢেকে দিলো .... যদি

ভেঙে পড়ল না মাথায় ...

তার তলায় আমি সমানে,
আর তারা দেখা হল না .......

অ্যান্ড আই অ্যাম ফীলিং ডাউন ☹