কবিতা লিখতে গেলে সাকো দরকার
উড়ালপুলেও কাজ চলে যায়..
বালির আধিক্য সর্বত্র
পাথরবাটি আজ খুব রঙ পাল্টায়
আজ এই রঙ তো কাল...
সব ছোপ লেগে যায়;
তলায় স্রোতস্বিনী নদী,
কবিতা লিখতে গেলে ডানা দরকার
যা করবে বিশ্বভ্রমন
সবাইকে চিকেন-পক্সের ভয় দেখিয়ে;
যেহেতু আমার 'ভাঙা কম্পাসের'কোনো ভুল
ঠিকানা নেই, প্রাইভেট জেট নেই
জেট-ল্যাগের প্রশ্নই আসেনা
তবু দেওয়ালের অস্থি চিরে হাত বাড়ায়
প্রাগৌতিহাসিক জুজু,
'কী অ-মাইক তাদের হাসি';
দূরের কোনো সংরক্ষিত বনে
সংবেদনশীল কামরার অরুদ্ধ দরজায়
সময়েরা মুর্ছা যায়,
এক-কামরার পায়রা আবার আশায় বুক বাঁধে........
'এতক্ষণ পড়ে যারা বলছেন এত জ্ঞান দিয়েছে... কবিতা হোলো কই!!
বা আরো কিছু .... ও -,
একদম ঠিক বলেছেন',
বলতে ভুলছিলাম - 'আজই দেখলাম মহাজাগতিক নীলপদ্ম' ।