তোমায় এখন আর মনে পড়ে না
কিংবা মনে পড়ে কিনা জানিনা
কিছু একান্ত গোপনে
কৃষ্ণচূড়ার ওই রক্তিম নেশায়;
বা থেমে যাওয়া পলাশের মত
ঝরবেনা আর কোথাও,
বেশ ছিল শান্তিনিকেতনের দিনগুলো
আল্হাদে আবিরে কত স্বপ্নের রোদ গায়ে মেখে...
এখন বেশ আছি ইয়েকে নিয়ে,
এইভাবে দোল আসে
আমার ২বি.কে তে;
গলিগুলো বেশ ঋণী.....
ছাদে রঙ খেলি ফ্ল্যাটের সবাই
তারপর খানাপিনা তো আছেই
তুমুল ফুর্তিতে,
পাড়ায় কাউকে চেনা যায়না আর
রঙের ভিড়ে হারিয়ে যায় সব
চেনাশোনা মুখ
তুমি কী.......