ইচ্ছে হয় তোমায় আবার দিই একখানা রামধনু
বা রামধনু আরো কয়েকটা সব দিগন্তে দিগন্তে
রঙ ছড়িয়ে দেবে আকাশে বাতাসে....

মনের আরও গহীনে,

বহু পুরানো
জরাজীর্ণ এক দরজা হয়ত মূক্ত হবে
আবিরে;
আর রঙিন হবে আমার সাদাকালো পার্থিবতা.....

আবিরের আল্হাদে
আল্হাদের গুলালে -