আদিমতর নেশায় আদিমতার
ঘ্রাণ নিয়ে
             ছুটছি সমানে,
আদমশুমারি শুরুর আগেই
সবাই পৌছে গেছে
                        সভ্যতার পদপ্রান্তে,
তবু নগ্ন আকাশ বসে সূর্যের সাথে
আরো আদিম হয়ে,
নদীকে নিয়ে
                আকছে নগ্ন ক্যানভাস জুড়ে স্পষ্টতার স্কেচ..
সব ক্লেশ পরাধীনতা ও ভয় মিশিয়ে,

পেরিয়ে দেখি
                  তীব্রতম উষ্ণতার হাহাকার বন জুড়ে
                   হাটু গেড়ে বসে আছে সমগ্র উপকূল
            
        অপার্থিব মহামারীতে বিদীর্ণ পৃথিবী
                                    হটাত্‍ই আগুন আবিষ্কার !!
                                                         কেউ করেছে ?