ধুলোয় মোড়া পুরানো
রোজনামচা..
অখণ্ড শব্দের এখনো কিছু
বিপন্নতা,
পাতায় পাতায় কলহপ্রিয় কিছু
খুচরো হিসাবেরা..
আর অনেকটা জুড়ে শুধু
তোমার ছবি ও কিছু বাক্য;
কাল যা হয়েছিল কবিতা,
পরশু হঠাত্ আবিষ্কৃত..
রঙচটা তবু সাবলীল সেই
ডাইরি বলছে.....
' প্রিয়, এখনো ভুলিনি তোমায়
বা
Dear I Always Remember You '