তখন.... যখন বৃষ্টি পড়ে
ভীষণই মনে পড়ে তোমার কথা
যেমনি করে মেঘের আনাগোনা
একাকী আনমনা...;

ছায়া পড়ে চোখে,

তারপর সবাই যায় ঘুমঘুমে....
নিরুদ্দেশের দেশে

আজ হারিয়ে



~~~~~~~~~ ছোট্ট কথা ~~~~~~~~