আমার গল্পবলা খাতা
কিছু কবিতার আনাগোনা..
গল্প হয়ে যাওয়া কথাগুলো
ছুঁতে চায় কবিতা-রা,

পুরানো রেডিয়োর সুরে
উড়ে যাওয়া গানগুলো...
এভাবে অজানায়, অজান্তে,

আসবে কী সেই নতুন ভোর !!

~~~~~ছোট্ট কথা~~~~~