গায়ে ডিওড্রেণ্ট না মেখে,
থাকা আদিম সুবাসে..
দরজা ঠকঠক..
একটা অন্ধকারাছন্ন মন..
অবচেতন মন কাউকে না
পেয়ে রেখে গেল..
নীল খামে সাদা চিঠি,
পাঁচিলে উঁকি
সদ্য ফোঁটা চেতনার..
ব্যাঙ খেয়ে গেল পোকা হিসাবে,
আকাশে সয়ংক্রিয় যুদ্ধ বিমান
ক্যামেরা হাই-রেসোলিউসানে চোখ রেখে
খুঁজছে একটুকরো প্রানের স্পন্দন,
বন্ধুকের সাইলেন্সারে হাত
.....
বুলেট ছুয়ে গেলো একটা
শরীর, হৃদয় ..
আস্তে আস্তে নামছে
রক্তস্রোত,
তাতে হালকা অস্পষ্ট মন
এখনো বোঝেনি সবকিছু,