রাশি রাশি যন্ত্রনা
সমৃদ্ধ করল সব চেতনা,

দরজা খুলে দাড়িয়ে লোভ,
  হিংসা-পাপ..
সহাস্য কটূক্তিতে,

ভেসে যায় অসংখ্য কাম
নদীর স্রোতের ন্যায়;

তাতে ডুবন্ত কিছু শরীর ও
   আচ্ছন্ন মস্তিষ্ক
আর এইভাবে কিছু ক্রোমোজোমিয়াল রেশ,

যন্ত্রনার মূহঃ মূহঃ আফটারসক এ
ভেঙে যাচ্ছে সব চেতনা;
আর সৃষ্টি হল মরুভূমি,

সেই মরুভূমিতে সবার আড়ালে
সবার অলক্ষ্যে ফুটে রক্তগোলাপ...

আর..
গুহাতে লতাপাতা জড়িয়ে শুয়ে
সময়..
আমাকে নিয়ে