বৃষ্টি তখন..., এখন
____________
১)
বৃষ্টি তখন আমার সারা শরীরে
উষ্ণতার জন্য..... হাহাকার
আমি যখন ঘর্মাক্ত
জীবনের জটিল সমীরণে ...
বৃষ্টি তখন তৃষ্ণার্ত ...
আমাকে ছুতে চেয়েছিল
শুধু আমাকেই,
কাজের দোকানে ফিরে ফিরে আমি
ব্যাকবেঞ্চার,
কিন্তু বৃষ্টি তখন স্বচ্ছ ছিল
চেয়েছিল শুধু আমাকেই
আমি যখন নিজেকে আড়ালের চেষ্টায় সমানে .....
রেনকোটের আবরণে ,
২)
বৃষ্টি এখন অনেক উচুতে,
ঝরে পড়ছে শুধু মাধ্যাকর্ষণে........
সুখ ভালোবাসা ভুলে ... অস্বচ্ছ
অ্যাসিডকে মিশিয়ে নিজের শরীরের
আষ্টেপিষ্টে,
আমি এখন রেনমেশিন
বৃষ্টিখেলায় মেতে, মাতাবো বলে
বিন্দুতে বিন্দুতে
সরল সমীরণে ,
খুঁজে ফিরে বৃষ্টির স্বচ্ছতাকে.........
/১৭-৭-১৩/