বৃষ্টিশেষে আকাশটা ঝলমলে
বারান্দায় রোদ্দুরও ছিল,

তবু মনে একটু খচখচ
কিছুতে গানটা আসছে না...
ঘুম ভেঙেছে সেই কাকভোরে;

এমন সময় টিং-টং
কলিং বেলের আব্দার
দরজা খোলো এখুনি...

বাইরে পোস্টম্যান
সই করে নিলাম বক্সটা..

আরে এটাই তো সেই পুরস্কার
যার প্রতীক্ষায় ছিলাম আমি;

আর একি, এতদিন কিছু লিখছিলাম না
আজ একটা লেখাও চলে এল ।

(তারুণ্যতে সেরা ব্লগারের পুরস্কার পাওয়া উপলক্ষ্যে)