অনুকরণ (অ-কাব্য ২)
-----------------------------

কবিতা লিখি..
লিখলে ২০ দেয়;
গল্প হলে ৫০-৬০ হতেও পারে,

চারশ বিশের চাকায় যাত্রা
হুজুগের খোঁজে সারসংক্ষেপ জীবন;

গালি দেয় কানভাঙা কুকুরে
বিষ থুতু দাঁতভাঙা সাপে,
গচ্চা গেছে সব...
ফাঁকা রয়েছে ড্রইং রুম
ড্রেসিং আয়না,

পথে হেটে যায় দেবশিশু
পলাশের বনের পরে

সমাজ ওকে 'অ..' বানিয়েছে

(November 9, 2013)