সাদাসিধে বা সাদাকালো
তা যেমনই হোক ভেঙে পরছে আকাশ
মানে ভেঙে পরবার ষড়যন্ত্র করছে........

তুমি হাত বাড়াওনি তাই ।

                     পরশ পাথরের খোঁজে অনামিকা চলে
                                 দূর....বহুদূর
                       যতদূর না মরীচিকা আসে;
                           দেয় একটুকু আশ্বাস,
                    তা বোলে কী চোখের-বালি সবই........

তুমি কাছে আসোনি তাই


ছায়াপথ ঘিরে সংখ্যাতত্ত্বের ভীড়
নক্ষত্র সমাবেশে
ধূমায়িত অদৃশ্য ঈশ্বরকণা...
                               হঠাত্‍ বিস্ফোরণে
                         মুছে যায় যাবতীয় শৃঙ্খলা
                                  তারপর
                           খুঁজে চলা শুধু উষ্ণতা ॥

                              মৃত্যুকাতর চোখ
                     তাকিয়ে থাকে জীবনের দিকে
                   বা কখন আসবে সেই নতুন ভোর ।


কেউ বলেছিলো -
'আয়ুরেখা ধরে হেঁটে গিয়ে যদি কবিতা লেখা যায়
তাতে নাকি পাপক্ষয় হয়........'

কিন্তু এখনো
রক্তস্নাত পৃথিবীর চাদ;

তোমার কাছে জমিয়েছি প্রেমের যাবতীয় ক্রিস্টাল
তুমি জানো কী....................