রূপের আগুন তোমার শরীর জুড়ে...
সবাই তোমার নামে পুজো দেয়
মন্দিরে....
ওই বিগ্রহের পরে
জয়োধ্বজা ওড়ে সুগন্ধী বাতাসে,
একলা অনুভূতির পাড়ায় আমি
ছবি আঁকি
বালিশে মুখ গুজে,

ঘিয়ের গন্ধে আকাশ সমাদৃত
মন্দিরে আজ ধুমধাম
উত্সাহ উদ্দীপনায় আজ তোমার
গঙ্গাস্নান
বাকি বিগ্রহদের সাথেই;

উন্মোচিত সব...............

আমি এখনো কেন অন্ধ হয়ে যাইনি !!