ব্যর্থ প্রেমের কয়েকটা দাগ
নখের আঁচড়........;
ভাঙা জানলায় চাঁদ আসে,
ত্বকেরা স্পর্শকাতর
অনুভূতি উপসংহারে,

শরীর নশ্বর জানে ঈশ্বর
হাসে আড়ালে.......;

ব্যর্থ প্রেমের কিছু দাগ... মোচড়,
ঢাকছে 'মেক-আপ' এর পুরু আস্তরণ
ত্বকেরা অনুভুতিপ্রবন.......

সব জেনেছে ঈশ্বর
হাসছে আড়ালে ।



(January 18, 2014)