আত্মকথা ১ : ইচ্ছে
_____________
ইচ্ছে করে আবার প্রেমে পড়তে
তোমায় ' I Love you ' বলতে..
কিন্তু কী করব !!
সময়ের নিষেধে নিয়মের বেড়াজালে আর
মহত্বের মাপকাঠিতে তুমি অনেকটাই প্রাচীন..
আমিও সবে নবীন নই, এক জটিল হৃদয়ের
বাচিয়ে রাখা শরীরে,
আমার ইচ্ছে করে তোমার মত লিখতে, ছবি আঁকতে
ও ফটোগ্রাফির নেশায় রিক্ত হতে..
যখন প্রত্যেক ছবি কিছু বলে যায়,
কিন্তু রঙ সব চুরি গেছে সাদা কালোর কোলাজে,
আর রীল ও পুড়ে গেছে জৈষ্ঠের নিদারুন রোদে..
নামহীন মেমোরি কার্ড ভাইরাসের
স্থায়ী ঠিকানা যখন,
কী করে বলব, লিখব সব কথা !!
কিছু কথা বলা যায়না কখনো...
সন্ধ্যের বৃষ্টি ভিজে চুপিসারে আশ্রয় নেয় তারা
সাজানো ড্রইং রুমের অপরিষ্কার কোনও
ড্রয়ারে...
কালো অক্ষরে আত্মকথা হয়ে ।
~~~~~~~~~~~~~ ইচ্ছে~~~~~~~~~~~