তোমায় খুঁজেছি আরো
আজন্ম...
অনেক অনেক কাল ধরে;
খুঁজবো আরো কালের প্রাচীর
পেরিয়ে
হৃদশ্পন্দনের নিরিবিলিতে,
ছিঁচকাদুনে শরীর যখন কেঁদে
মরে..
যখন তখন ছোঁয়াছুয়ি খেলার
বিনা অংশগ্রহণে,
পড়ে থাকা পুরানো পোশাকে
শালিনতার ডিওড্রেণ্ট মেখে.....
কমদামি গন্ধে মন ও
ভরেনা,
এ.টি.এম এ নেমেছে টাকার স্রোত,
সুখপাখি ঠাই নেয়...
গিয়ে বসে
স্বপ্নের রঙ মেখে কাগজি টাকায়
আরো খুচরো হয়ে,
হঠাত্ এরপর কয়েক বাউন্স
চেক
একটা ব্যাঙ্করাপ্ট,
মনপাখি পালিয়েছে আরো একটু
সুখের খোঁজে ....
আমায় ছেড়ে আজ বহুদূর ।