আনমনে: আমি ও আমরা
_______________

ভীষণভাবে মনে পড়ল নীলার কথা
বা নচিকেতার সেই গানটা..
দিনটা হয়তো কাল পরশু বা
গতকাল ছিল,

মেঘেরা ক্লান্ত হয়েছিল অনেক ওড়াওড়ির
পর;
আকাশটা ধরা দিয়েছিলো সূর্যের কাছে
অনেক কান্না শেষে,

রাস্তার মোড়ে মোড়ে জটলা করে থাকা
কিছু পশ্চিমীসভ্যতা..
‘থ’ মেরে যাওয়া সাইনবোর্ড আওড়াচ্ছে
কিছু নতুন বুলি..
হয়তোবা ইংলিশ গালাগালি,

দোকানি আগলাচ্ছে লাল–নীল
তরলের সারি
যখন অ-তিথি ক্ষণিকের
কিছু তারা,
আর অন্ধগলিতে কেঁদে মরে
আধখানা চাঁদ...

তবু বৃষ্টি এসেছিলো হটাতই
সবকিছু ভিজিয়ে...,
ভেসে আসা কিছু সুর
এইভাবে
মনে করাল নীলাকে,
আনমনে
যখন আমি বলতে চেয়েছিলাম
“ সে প্রথম প্রেম আমার.... "

~~~~~আমি ও আমরা~~~~~

/১১-১১-১৩/
«অভি»