ছবি আকোনি তাই
কলকাতাটা এখনো বেশ অচেনা লাগে;
বইপাড়ায় বন্ধ সব দোকানে
জেগে আছে তালারা
আর আমার অবিক্রীত যত কবিতা,
পায়ে নূপুর পড়োনি কেন !!
বাজেনি জলতরঙ্গ তাই কী?
থৈ থৈ জলে ডুবছে আমার পাড়া;
ভাবছি, নৌকা নিয়ে যাব তোমার বাড়ি...
দরজায় অপ্রত্যাশিত কড়া নাড়া,
নাকে নথ দাওনি কেন ?
দেখো শুনলাম না আর কোনো গান,
এখন ঘুম পাচ্ছে তাই
এবার ঘুমোতে যাই..
বাকি আলাপচারিতা আবার কালই হবে ।