দিনের ও মৃত্যু হয় কখনো
জলে ডুবে;
সমুদ্রের নীল জলে,

যুযুধান সার্চলাইটে
সমুদ্রের বুক কাঁপে;
জেগে ওঠে এক মৃত বালক
একরাশ মুগ্ধ বিস্ময়ে,
জিভে লেগে থাকে নোনতা স্বাদ
বালিময় শরীরে,

বৃন্দাবনে হরির লুট
ভক্তবৃন্দের আঁচলে;
জয়ধ্বনি মুখরিত তীর্থস্থান,
তবু শালিকের পালক
আজ মাটিতে,

একটা গোটা দিন
আস্ত এক দিন ডুবছে জলে
সবাই দেখে..
কেউ দেখেও দেখে না...

অগোচরে
দিনের ও মৃত্যু হয় কখনো ।